Database management TablePlus
≠===================
লারাভেল বা অন্য কোন ওয়েব APPLICATION এ DATABASE এ আমাদের অনেক কিছু দেখা লাগে।ম্যানেজ করা লাগে।
এজন্য আমরা অনেকেই PHP/LOCALHOST এ গিয়ে সরাসরি ও কাজ করি।ইডিট,আপডেট, ডিলিট,IMPORT, EXPORT সব কিছুই করা লাগে। তো এই কাজ টা সহজ করার জন্য অনেক সুন্দর গোছানো একটা APPLICATION আছে সেটা হল TABLEPLUS.
RASEL VAI যদিও এটা ব্যাবহার করছেন আবার অনেকেই এটার কনফিগারেশন সঠিক ভাবে না জানার কারনে ব্যাবহার করতে পারছেন না তো চলুন ঝটপট দেখে নেই।
প্রথমেই এই লিংক থেকে ডাউনলোড করে নিন।
এবার আপনার প্রথম কাজ DEFAULT ভাবে NEXT NEXT করে INSTALL করা।
\==>INSTALL হয়ে গেলে এবার CREATE A NEW CONNECTION SCREENSHOT এ দেওয়া আছে।
\==>এবার SELECT করুন MYSQL যেহেতু আমরা এটাতেই কাজ করছি&করব।
\==>এখানে অনেকগুলো অপশন আছে ঘাবড়ানোর কিছু নেই।
i) Name:যেকোনো একটা নাম দেন আপনার এই প্রজেক্ট এর জন্য।
ii)আপনার ডেটাবেজ এর নির্দিষ্ট কালার সিলেক্ট করুন
iii)default ভাবে আপনার user যেহেতু root তাই root দিন।
iv)password নেই ফাকা রাখুন
v)এবার আপনার Database name দিন যেই নাম টা আপনি আপনার লারাভেল প্রজেক্ট এ দিয়েছেন।মনে না থাকলে (.env) ফাইল এ দেখুন।