লারাভেল শিখতে হলে আপনার যা জানা থাকা লাগবে এবং শুরু করার সময় যা যা লাগবে (Requirements for Learning Laravel Framework)

লারাভেল শিখতে হলে আপনার যা জানা থাকা লাগবে এবং শুরু করার সময় যা যা লাগবে (Requirements for Learning Laravel Framework)

Table of contents

No heading

No headings in the article.

লারাভেল শিখতে হলে আপনার যা জানা থাকা লাগবে:

HTML

CSS

JavaScript

SQL

PHP

PHP OOP

MVC

Composer

HTML:

অর্থ্যাৎ HyperText Markup Language. এইচটিএমএল হল ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য স্ট্রাকচার করার জন্য আদর্শ মার্কআপ ভাষা। এটি CSS এবং JavaScript এর মতো স্ক্রিপ্টিং ভাষা ।

CSS:

অর্থ্যাৎ Cascading Style Sheets. HTML দিয়ে মার্কাপ করা হয় আর সিএসএস দিয়ে ডিজাইন।

JavaScript:

জাভাস্ক্রিপ্ট কে সংক্ষেপে JS বলা হয়, এটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা HTML এবং CSS এর পাশাপাশি ওয়ার্ল্ড ওয়াইড Web এর অন্যতম প্রধান টেকনোলজি। 2022 সালের হিসেবে, 98% ক্লায়েন্ট সাইডে JavaScript ব্যবহার করা হয়েছে এবং থার্ট পার্টি লাইব্রেরিগুলিকে অন্তর্ভুক্ত করে।

SQL:

Structured Query Language., সংক্ষেপে SQL বল হয়। এটি একটি কুয়ারি ল্যাঙ্গুয়েজ, সহজ ভাষায় বলা যায় ডেটা সংরক্ষন ও মেনেজমেন্ট করার জন্য আমরা যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি তাকে এসকিউএল বলে।

PHP:

পিএইচপি হল একটি সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং পাওয়ারফুল গতিশীল ডাইনামিক ওয়েব পেইজ তৈরির জন্য একটি শক্তিশালী টুল। এটি অপেন সোর্স বা সম্পূর্ণ ফ্রি।

OOP:

অর্থ্যাৎ Object-Oriented Programming. কোড লেখার ধরন সাধারনত দুইভাবে হয়, ১) Object-oriented programming. ২) Procedural programming.

Procedural programming –এর তুলনায় Object-oriented programming -এর বেশ কিছু সুবিধা রয়েছে।

MVC:

অর্থ্যাৎ Model–view–controller হল একটি সফ্টওয়্যার আর্কিটেকচারাল প্যাটার্ন যা সাধারণত user interface তৈরির জন্য ব্যবহৃত হয় যা প্রোগ্রামিং লজিকগুলোকে 3 টি সংযুক্ত উপাদানে ভাগ করে দেয়।

Composer:

অর্থ্যাৎ এটি পিএইচপির ডিপেনডেন্সি ম্যানেজার। যেটা ডেভেলপারের কাজ সহজ ও দ্রুতগতিতে করতে সহায়তা করে।

ফাইনালি লারাভেল শুরু করার সময় যা যা লাগবে:

PHP (আপডেট ভার্শন).

Local Server (Xampp, Wamp, Valit, Laragon).

Composer.

Text/Code Editor (VS Code, Notepad++, Brackets).

Web Browser.