PHP Language এর মৌলিক বৈশিষ্ট্যসমূহ
PHP তে প্রতিটি বাক্যের শেষে সেমিকোলন দিতে হয়। তবে যদি বাক্যটি একটি Closing ট্যাগের পূর্বের বাক্য হয় তবে সেমিকোলন না দিলেও চলে।
Whitespace (শূন্যস্থান) এর PHP তে কোন ভাষাগত অর্থ নেই। কিন্তু আদর্শ কোডিং এর ক্ষেত্রে এটি ব্যবহারে জোর দেয়া হয় যাতে কোড পড়তে সুবিধা হয়। ফাংশনের নাম, ভেরিয়েবলের নাম এবং Keyword এর মাঝে Whitespace আসে না।
পিএইচপি তে একই লাইনে একাধিক বাক্য লেখা যায়। কোড ব্লককে 2nd ব্রাকেটের মাধ্যমে সূচিত করা হয় { }। পিএইচপি ল্যাংগুয়েজ কনস্ট্রাক্ট(echo, if, if-else,if-elseif,switch,while, do-while,true,false) , ফাংশন নাম, ক্লাসের নাম কেস সেনসিটিভ নয় কিন্তু ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট নাম কেস সেনসিটিভ।
<?php
ECHO "Hello World"; // works
$variable = "Hello World";
echo $VARIABLE; // won't work
ongoing......