Post No:06
আসসালামুয়ালাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন। পূর্বের ন্যায় আজকেও আবার নতুন একটা ব্লগ সিরিজ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আগের ব্লগ সিরিজ টি Html Css নিয়ে লিখছি আজকে থেকে ওই গুলার পাশাপাশি Php Basic থেকে Advanced পর্যন্ত একটা টিউটোরিয়াল ব্লগ সিরিজ করবো ।আশা করি সবাই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আগের ব্লগ গুলা পড়ার জন্যে লিংকে ক্লিক করুন:
https://hashnode.com/@Labib
**
পিএইচপি কি?**
পিএইচপি হল “PHP: Hypertext Preprocessor” এর সংক্ষিপ্ত রূপ।
এটি বহুল ব্যবহৃত open source ল্যাংগুয়েজ যেটা মূলত ওয়েব ডেভেলপেমেন্টের জন্য ব্যবহার করা হয়।
সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ অর্থাৎ পিএইচপি স্ক্রিপ্ট রান হয় সার্ভারে।
পিএইচপি ফ্রিতে ডাউনলোড এবং ব্যাবহার করা যায়।
পিএইচপি শেখার আগে কি জানা থাকা দরকার
পিএইচপি ভালভাবে বুঝতে হলে HTML, CSS এবং JavaScript সম্পর্কে বেসিক ধারনা থাকা জরুরী।
পিএইচপি ফাইল কি?
একটি পিএইচপি ফাইলে text, html, css, JavaScript এবং PHP কোড থাকতে পারে।
পিএইচপি ফাইল রান হয় সার্ভারে এবং রেজাল্ট এইচটিএমএল কোড হিসেবে ব্রাউজারে রিটার্ন হয় ।
পিএইচপি ফাইলের এক্সটেনশন হল .php ।
পিএইচপি দিয়ে কি কি করা যায়?
ওয়েব পেজে ডাইনামিক কনটেন্ট সৃষ্টি করার জন্য পিএইচপি ব্যাবহার করা হয়।
সার্ভারে কোন ফাইল তৈরি, ওপেন, রিড, রাইট, ডিলিট এবং ক্লোজ করতে পিএইচপি ব্যাবহার করা হয়।
পিএইচপি এইচটিএমএল ফরমের ডাটা সংগ্রহ করতে পারে।
cookies সেন্ড এবং রিসিভ করতে পিএইচপি ব্যাবহার করা হয়।
ডাটাবেজের কাজ, যেমনঃ ডাটাবেজে ডাটা এড, ডিলিট এবং পরিবর্তন করতে পিএইচপি ব্যাবহার করা হয়।
ইউজার এর এক্সেস নিয়ন্ত্রণ করতে পিএইচপি ব্যাবহার করা যেতে পারে।
ডাটা এনক্রিপ্ট করার কাজেও পিএইচপি ব্যাবহার হয়।
পিএইচপি দিয়ে এইচটিএমএল কোড প্রদর্শন করার পাশাপাশি ইমেজ, PDF এমনকি flush মুভিও প্রদর্শন করা যায়।
পিএইচপি কেন শিখব?
প্রায় সব প্লাটফর্ম (Windows, Linux, Unix, Mac OS X, etc) পিএইচপি সাপোর্ট করে।
সব সার্ভারে পিএইচপি ব্যাবহার উপযোগী।
পিএইচপি বিস্তৃত ডাটাবেজ সাপোর্ট করে।
পিএইচপি সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স।
পিএইচপি শেখা সহজ।
ওয়েবে সবচাইতে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেস (WordPress) পিএইচপি দিয়ে বানানো।
সবচাইতে জনপ্রিয় সামাজিক মিডিয়া সাইট ফেসবুকে পিএইচপি ব্যাবহার করা হয়।