How to fix "Server Apache Can't Start" issues in Laragon

How to fix "Server Apache Can't Start" issues in Laragon

প্রথমেই আপনাদেরকে একটা বিষয়ে নিজস্ব মতামত দিতে চাই, কোন এরর/সমস্যায় পড়ে হতাশায় না ভুগে নিজে নিজে ডিবাগিং করার চেষ্টা করুন, ব্যাপারটা দারুন না! কারো কোন সহায়তা ছাড়া আপনি আপনার কোডের সমস্যার সমাধান করে ফেললেন মাথার চুল না ছিড়ে।

উল্ল্যেখ যে, আপনি আজকে যে সমস্যায় পড়েছেন, ঐ একই সমস্যায় হয়তো পূর্বে আরো অনেকে পড়েছিলো, কাজেই গুগল মামার কাছে প্রশ্ন করতে ও সমস্যার সমাধান চাইতে কোনভাবেই আলসেমি বা হীনমন্যতায় ভোগা যাবে না।

তো চলুন আজকে দেখি কিভাবে লারাগনের “Service Apache Can't Start”, এই সমস্যার সমাধান নিমিষেই করে ফেলতে পারি।

প্রথম ধাপ: আপনার ইনস্টল করা ড্রাইভ থেকে নিচের ফোল্ডারটি খুজে বের করুন। c:\laragon/bin/apache/httpd-2.4.54-win64-Vs16\conf.

দ্বিতীয় ধাপ: তারপর conf ফোল্ডার থেকে httpd.conf ফাইলটি রাইট বাটনে ক্লিক করে Notepad দিয়ে ওপেন করুন।

তৃতীয় ধাপ: Ctrl + F বাটন চাপুন এবং টাইপ করুন Listen 80

চতুর্থ ধাপ: এখন ৮০ থেকে ভ্যালুটি ৮৫ করে দিন।

আখেরী ধাপ: সার্ভারটি stop করে পুনরায় start all করুন, ব্যাস আপনার সার্ভারজনিতে সমস্যার সমাধান আপনি নিজেই করে ফেললেন চোখের পলকে। আহ্,কি মজা :)

এখন সহজেই php artisan serve ব্যবহার করুন এবং দারুন দারুন সব লারাভেল এপ্লিকেশন ডেভেলপ করুন। শুভকামনা নিরন্তর, আপনার কোডিং শেখার এই ভ্রমন সুখকর হোক।