পিএইচপি ভেরিয়েবল Echo এবং প্রিন্ট স্ট্যাটমেন্ট

পিএইচপি ভেরিয়েবল Echo এবং প্রিন্ট স্ট্যাটমেন্ট

·

2 min read

Post No:28

আসসালামুয়ালাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা পিএইচপি ভেরিয়েবল Echo এবং প্রিন্ট স্ট্যাটমেন্ট এর ব্যবহার সম্পর্কে জানবো।

আমার আগের ব্লগ গুলা পড়ার জন্যে লিংকে ক্লিক করুন:
hashnode.com/@Labib

ভেরিয়েবল হচ্ছে একটি স্টোরেজ এরিয়া । এইটিকে কমপিউটারের ডাটা জমা রাখার একটি অস্থায়ী বক্সের মত কল্পনা করা যায়। পিএইচপি তে ভেরিয়েবলকে ডলার চিহ্ন এবং এর পরে ভেরিয়েবলের নাম দ্বারা প্রদর্শন করা হয়। নিচে একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোজানো হয়েছে।


< ?php
 $text = "Hello World!";
 $num1 = 5;
 $num2 = 10.5;
 ?>

উপরের স্টেটমেন্টটা এক্সিকিউট হওয়ার পর ভেরিয়েবল $text এ থাকবে “Hello world!”, ভেরিয়েবল $num1 এ থাকবে 5 এবং ভেরিয়েবল $num2 এ থাকবে 10.5.

ভেরিয়েবল লেখার সময় আমাদের কিছু নিয়ম অনুসরণ করতে হবে, যেমনঃ

 ভেরিয়েবল সবসময় ডলার চিহ্ন দ্বারা আরম্ভ হবে এবং এর পরে ভেরিয়েবলের নাম লিখতে হবে।

 ভেরিয়েবলের নাম অবশ্যই লেটার অথবা আণ্ডারস্কোর ক্যারেকটার দ্বারা আরম্ভ করতে হবে। কখনো নাম্বার দিয়ে আরম্ভ করা যাবে না।

 আলফা-নিউমেরিক এবং আণ্ডারস্কোর ক্যারেকটার (A-z,0-9,-) ছারা অন্য কিছু ভেরিয়েবলে ব্যাবহার করা যাবে না।

 পিএইচপি তে ভেরিয়েবল কেস সেনসিটিভ । অর্থাৎ $name এবং $NAME দুইটা ভিন্ন ভেরিয়েবল হিসেবে বিবেচিত হবে।

ভেরিয়েবলের ডাটা আঊটপূটে দেখানোর জন্য পিএইচপি এর echo স্টেটমেন্টটা ব্যাবহার করতে হবে। নিচে একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোজানো হয়েছে।


< ?php
 $myName = "john";
 $myAge = 40;
 echo "Hello, there. My name is $myName and I am $myAge years old"
 ?>

এই কোডটার আঊটপূট হবে নিচের মত


Hello, there. My name is john and I am 40 years old

Php তে ফলাফল পাওয়ার জন্য আমাদের echo বা print ব্যবহার করতে হয়। পিএইচপি এর প্রায় সব উদাহরন এ print বা echo এর ব্যবহার দেখতে পাওয়া যায়। কমবেশি print এবং echo এর ফাংশন প্রায় একই। তবে print এর তুলনায় echo একটু তারাতারি কাজ করে।
Echo statement ব্যবহার করে পিএইচপি তে একটি উদাহরন দেখা যাক


<?php
 echo "<h2>PHP is Fun!</h2>";
 echo "Hello world!<br>";
 echo "I'm about to learn PHP!<br>";
 echo "This ", "string ", "was ", "made ", "with multiple parameters.";
 ?>

এটি যদি রান করি তাহলে ফলাফল দেখা যাবে


PHP is Fun!

Hello world!
I'm about to learn PHP!
This string was made with multiple parameters.