Visual Studio Code এডিটর কি-বোর্ড শর্টকার্ট

Visual Studio Code এডিটর কি-বোর্ড শর্টকার্ট

এখন কোডিংয়ের স্পীড হবে রকেটের গতি যদি আপনি ব্লগটি পড়েন এবং শর্টকাট ব্যবহার করেন তাহলে চলুন শুরু করি।

Visual Studio Code এডিটর কি-বোর্ড শর্টকার্টঃ

MAC ও WINDOWS এর জন্য আলাদা কি-বোর্ড শর্টকাট নিচে দেওয়া হল-

Visual Studio Code এর কমান্ড পেলেট কিভাবে ওপেন করতে হয়-

MAC

WINDOWS

COMMAND+SHIFT+P

CTRL+SHIFT+P

Visual Studio Code এর file কমান্ড পেলেট কিভাবে ওপেন করতে হয়-

কোডিং এর মধ্যে আপনি যদি কোন file খুঁজতে চান সেক্ষেত্রে আপনি যে শর্টকার্টটি ব্যবহার করবেন-

MAC

WINDOWS

COMMAND+P

CTRL+P

Visual Studio Code এ কিভাবে নতুন Tab ওপেন করতে হয়-

MAC

WINDOWS

COMMAND+N

CTRL+N

Visual Studio Code এ কিভাবে নতুন Tab বন্ধ করতে হয়-

MAC

WINDOWS

COMMAND+W

CTRL+W

Visual Studio Code এ recently close করা Tab কিভাবে re-open করতে হয়-

MAC

WINDOWS

COMMAND+SHIFT+T

CTRL+SHIFT+T

Visual Studio Code এ Tab এর মধ্যে কিভাবে switch করতে হয়-

MAC

WINDOWS

COMMAND+TAB

CTRL+TAB

Visual Studio Code এ কিভাবে কোন একটা নির্দিষ্ট লাইনে যেতে হয়-

ধরুন আপনি ১২ নাম্বার লাইনে যেতে চান তাহলে আপনি CTRL+G দিয়ে ১২ চেপে ENTER চাপুন

MAC

WINDOWS

COMMAND+G

CTRL+G

Visual Studio Code এ বাম পাশে যে explorer section আছে সেটা show এবং hide করতে চাইলে-

MAC

WINDOWS

COMMAND+G

CTRL+G

Visual Studio Code এ কিভাবে multiple curcer নিয়ে কাজ করা যায়-

MAC

WINDOWS

COMMAND+SHIFT+L

CTRL+SHIFT+L

Visual Studio Code এ একটা word কে কি-বোর্ড শর্টকার্ট এর মাধ্যমে কিভাবে find এবং replase করা যায়-

MAC

WINDOWS

COMMAND+OPTION+F

CTRL+H

Visual Studio Code এ terminal open করার জন্য কি-বোর্ড শর্টকার্ট হল-

MAC

WINDOWS

COMMAND+,

CTRL+,

Visual Studio Code এ file এর লাইনের শুরুতে যেতে হলে-

MAC

WINDOWS

COMMAND+ (←)

HOME

Visual Studio Code এ file এর লাইনের শেষে যেতে হলে-

MAC

WINDOWS

COMMAND+(→)

END

Visual Studio Code এ আপনি যদি প্রতিটা word by word যেতে চান-

MAC

WINDOWS

OPTION+(→/←)

CTRL+(→/←)

Visual Studio Code এ একদম file এর শুরুতে যেতে হলে-

MAC

WINDOWS

COMMAND+ (↑)

CTRL+CHOME

Visual Studio Code এ একদম file এর শেষে যেতে হলে-

MAC

WINDOWS

COMMAND+(↓)

CTRL+END

VS code এর অফিসিয়াল ওয়েবসাইটে কি-বোর্ড শর্টকার্ট এর একটি চিটশীট পাওয়া যায়: লিঙ্ক নিচে দেওয়া হল

Visual Studio Code Shortcut Cheatsheet for MacOS:

shorturl.at/gsGU6

Visual Studio Code Shortcut Cheatsheet for Windows:

shorturl.at/mry38

consol.log এর কি-বোর্ড শর্টকার্ট:

এটা একটা pluggin তাই এটা MacOS এবং Windows এ একই রকম।

MAC

WINDOWS

CONTROL+OPTION+L

CTRL+ALT+L

consol.log দেওয়ার পর আবার যদি delete করার প্রয়োজন হয় তাহলে

MAC

WINDOWS

SHIFT+OPTION+D

SHIFT+ALT+D

consol.log যদি comment করার প্রয়োজন হয় তাহলে

MAC

WINDOWS

SHIFT+OPTION+C

SHIFT+ALT+C

consol.log যদি uncomment করার প্রয়োজন হয় তাহলে

MAC

WINDOWS

SHIFT+OPTION+U

SHIFT+ALT+U