Post No:26
আসসালামুয়ালাইকুম ,আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন।গত দুই তিন আমি কিছুই ব্ পোস্ট করিনি এইটার জন্যে আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ ছিলো আমার ল্যাপটপের যান্ত্রিক ক্রুটির জন্যে । আজকে থেকে ইনশাআল্লাহ নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করবো আমার আগের বেসিক Html and Css ব্লগ সিরিজ টা শেষ হয়েছে ২৫ নং ব্লগ পোস্টের মাধ্যমে ।আশা করছি অনেক কিছু শিখতে পারছেন আমি যতোটুকু পারি ঠিক এতোটুকু শিখানোর ট্রাই করছি। আমার ব্লগের বাহিরে ও অনেক কিছু আছে যেগুলো আপনাদের নিজে নিজে রিসার্চ করে গুগল ইউটউবে থেকে শিকতে হবে।
আচ্ছা যাই হোক এখন আসল কথায় আসি আজকে থেকে আমি যতোটুকু পারি এতোটুকু দিয়ে পি এইপির বেসিক একটা সিরিজ ব্লগ করবো যেটাতে আমি Php বেসিক টাকে কভার করার চেষ্টা করবো ।এই ব্লগ সিরিজটা খুব বড়ো হবে না ছোটো ছোট অংশে পোস্ট করা হবে আশা করি সবাই সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্তই কাজে ফিরে আসা যাক আমি এর আগে Php পরিচিত নিয়ে পোস্ট দিয়েছি ঐ ব্লগটা পরার জন্যে নিচে লিংকে ক্লিক করুন।
https://blog.shikhun.net/php
আগের ব্লগ গুলা পড়ার জন্যে লিংকে ক্লিক করুন:
hashnode.com/@Labib
PHP 5 ইনস্টলেশন
PHP শিখতে গেলে আপনার নিজের পিসিতে কিংবা ওয়েব সার্ভারে এই সফটওয়্যারটি প্রয়োজন। তাই ইনস্টলেশনটা আগে শিখতে হবে।
PHP ইনস্টল করতে আমরা যেসব ব্যবস্থা নিতে পারি:
PHP এবং MySQL সাপোর্ট করে এমন একটি ওয়েব হোস্টিং খুজে বের করা। কিংবা,
আপনার নিজের কম্পিউটারে ওয়েব সার্ভার ইনস্টল করা এবং তারপর PHP এবং MySQL ইনস্টল করা।
আপনার ওয়েব সার্ভারে যদি আগে থেকেই PHP সাপোর্ট বিদ্যমান থাকে, তবে নতুন করে কিছু করতে হবে না। পিএইচপি এক্সটেনশনযুক্ত একটি ফাইল (*.php) তৈরী করুন এবং তা সার্ভারে আপলোড করুন। তাহলে সার্ভার এই ফাইল আপনার কাজের জন্য প্রস্তুত করে দিবে। আপনার অতিরিক্ত কোনো টুলস ইনস্টল করার প্রয়োজন হবে না। পিএইচপি একটি ফ্রি সফটওয়্যার এবং বেশিরভাগ ওয়েব হোস্টিং এটি সাপোর্ট করে।
নিজের পিসিতে PHP ইনস্টল
যদি আপনার ওয়েব সার্ভার পিএইচপি সাপোর্ট না করে তবে পিএইচপি শিখতে গেলে আপনাকে অবশ্যই নিজের পিসিতে এটি ইনস্টল করে নিতে হবে।
ধারাবাহিকভাবে আপনাকে যা করতে হবে:
নিজের পিসিতে একটি ওয়েব সার্ভার ইনস্টল করুন,
PHP ইনস্টল করুন,
MySQL বা অন্য কোনো ডাটাবেজ ইনস্টল করুন।
পিএইচপি’র অফিসিয়াল ওয়েবসাইটে এটি ইনস্টল করার বিস্তারিত নির্দেশনা দেয়া আছে। সাইটের লিংক ব্রাউজ করতে ক্লিক করুন –
php.net/manual/en/install.php