Post No:29
আসসালামুয়ালাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা পিএইচপি ডাটা টাইপ (PHP Data Types) এর ব্যবহার সম্পর্কে জানবো।
আমার আগের ব্লগ গুলা পড়ার জন্যে লিংকে ক্লিক করুন:
hashnode.com/@Labib
ভেরিয়েবল বিভন্ন রকমের ডাটা স্টোর করতে পারে, এবং বিভন্ন ডাটা টাইপ বিভন্ন রকম কাজ করে। পিএইচপি নিচে উল্লেখিত ডাটা টাইপ গুলো সাপোর্ট করে।
স্ট্রিং (String):
স্ট্রিং তৈরি হয় এক বা একাধিক ক্যারেক্টার মিলে । সোজা কথায় স্ট্রিং হচ্ছে ক্যারেক্টারের সমষ্টি । যেমনঃ “Hello World” হচ্ছে একটি স্ট্রিং।
ডাবল কিংবা সিঙ্গল কোট ব্যবহার করে স্ট্রিং (string) ভেরিয়েবল তৈরি করতে হয়।
উদাহরণঃ
<?php
$x = "Hello world!";
$y = 'Hello world!';
echo $x;
echo "<br>";
echo $y;
?>
এইখানে $x এবং y হল দুটি string টাইপ ভেরিয়েবল
ইন্টিজার (integer)
ইন্টিজার মানে হল পূর্ণ সংখ্যা । এইটি -2,147, 483, 648 এবং +2, 147, 483, 647 এর মধ্যে যে কোন একটি সংখ্যা হতে পারে। নিচের উদাহরণে $x হল একটি ইন্টিজার (integer) টাইপের ভেরিয়েবল।
<?php
$x = 5985;
var_dump($x);
?>
var_dump() ফাংশনটি ডাটা টাইপ এবং মান রিটার্ন করে।
ফ্লোটিং পয়েন্ট (Float)
ফ্লোট হল একটি decimal point নাম্বার। নিচের উদাহরণে $x হল একটি ফ্লোট টাইপের ভেরিয়েবল।
<?php
$x = 10.365;
var_dump($x);
?>
বুলিয়ান (boolean)
কোন কিছু সত্য না মিথ্যা তা প্রকাশ করার জন্য বুলিয়ান ডাটা টাইপটি ব্যাবহার করা হয়।বুলিয়ান এর দুইটি মান হতে পারে – true অথবা false
উদাহরনঃ
$x = true
$y = false
এ্যারে (Array)
একটি সিঙ্গেল ভেরিয়েবলে একের অধিক মান স্টোর করার জন্য এ্যারে ব্যাবহার করা হয়। নিচের উদাহরণে $cars হল একটি এ্যারে।
<?php
$cars = array("Volvo","BMW","Toyota");
var_dump($cars);
?>
এইখানে $cars এ্যারেতে তিনটি স্ট্রিং টাইপের মান রয়েছেঃ
Volvo, BMW এবং Toyota।
অবজেক্ট টাইপ (Object)
কোন নির্দিষ্ট একটি ক্লাসের instance কে অবজেক্ট বলা হয়। অবজেক্ট হচ্ছে ভেরিয়েবল এবং ফাংশন এর সমস্টি। অবজেক্ট ইন্সট্যান্স তৈরি করতে হয় new কিওয়ার্ডটি ব্যবহার করে।
উদাহরনঃ
<?php
class Car {
function Car() {
$this->model = "VW";
}
}
// create an object
$herbie = new Car();
// show object properties
echo $herbie->model;
?>
নাল টাইপ (Null)
নাল একটি বিশেষ ধরণের ডাটা টাইপ যেটার মান হতে পারে শুধুমাত্র একটি- এবং এইটি হল null । একটি ভেরিয়েবলে কোন মান এসাইন করা না হলে ওইটাকে নাল ডাটা টাইপের ভেরিয়েবল বলা হয়।
উদাহরনঃ
<?php
$x = "Hello world!";
$x = null;
var_dump($x);
?>
এইখানে $x হল একটি নাল টাইপের ভেরিয়েবল।