লারাভেলের ভবিষ্যৎ কী?

লারাভেলের ভবিষ্যৎ কী?

লারাভেলের ভবিষ্যৎ সেটা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে পিএইচপি নিয়ে কিছু কথা বলতে হবে।

পৃথীবিতে এমন কিছু টেকনোলজি আছে যা আগেও জনপ্রীয় ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও জনপ্রীয় থাকবে (ইনশাআল্লাহ্), যার প্রয়োজনীয়তা সহজেই শেষ হবেনা, সেরকম একটি টেকনোলজি হচ্ছে পিএইচপি।

১৯৯৫ সালে পিএইচপি এসেছে এখন ২০২৩ সাল, জন্ম লগ্ন থেকেই পিএইচপি রাজত্ব করে আসছে এখনও রাজত্ব করছে যত দিন যাচ্ছে তার ব্যবহার ও জনপ্রীয় বাড়ছে। ৬৮% এর চেয়েও বেশি ওয়েবসাইট পিএইচপি দিয়ে বানানো।

শুধু র পিএইচপি দিয়ে কোয়ালিটিফুল বড় ওয়েবসাইট/এ্যাপ্লিকেশন বানানো অসম্ভব প্রায়, এজন্য প্রয়োজন হয় লাইব্রেরী ও ফ্রেমওয়ার্কের।

লারাভেল কী?

লারাভেল হলো পিএইচপির একটি ফ্রেমওয়ার্ক, র পিএইচপি দিয়ে একটি ওয়েবসাইট/এ্যাপ্লিকেশন বানানোর চেয়ে লারাভেল দিয়ে বানালে সেটা অনেক বেশি সিকিউর হবে, কোয়ালিটি সম্পন্ন হবে এবং অনেক অনেক ভালো হবে। পিএচপির অনেক ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে লারাভেল সবার সেরা।

লারাভেল এসেছে ২০১১ সালে এখন ২০২৩ সাল, শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত তার জনপ্রীয়তা ধরে রেখেছে বরং জনপ্রীয়তা দিন দিন আরো বাড়ছে।

সুতরাং আপনি যদি লারাভেল শিখতে চান বা শিখছেন তাহলে নিশ্চিন্তে শিখুন/শিখতে থাকুন।

অনেকের মধ্যে একটা ভূল ধারণা কাজ করে যে লারাভে প্রতি নিয়ত আপডেট হয় এখন লারাভেল-৯ শিখলে আবার কদিন পর লারাভেল-১০, ১১, ১২ …..। আসল কথা হচ্ছে আপনি যদি লারাভেলের যেকোন ভার্সন শিখেন তাহলে পরবর্তি যেই ভার্সন আসুক না কেন আপনি পারবেন এতে কোন সন্দেহ নেই।