লারাভেল ব্লেড এ টেমপ্লেট ইনহেরিটেন্স

লারাভেল ব্লেড এ টেমপ্লেট ইনহেরিটেন্স

আপনি আপনার টেমপ্লেট টেমপ্লেট ইনহেরিটেন্স এর মাধ্যমে তৈরি করতে পারেন। এটা আপনার টেমপ্লেট তৈরির প্রাথমিক স্টেপ অ বলতে পারেন।

যেমন ধরুন আমরা দেখি সাধারনত একটা পেজ এ হেডার ফুটার এগুলো থাকে, সেই ক্ষেত্রে আমরা একটা মাস্টার লেয়াউট নিতে পারি যেখানে হেডার থাকবে ফুটার থাকবে।পরে আমরা সেটাকে চাইল্ড এ এটা দেখাব, সেজন্য এই মাস্টার লেয়াউট কে চাইল্ড এ এক্সটেন্ড করে আমরা দেখাতে পারি।

এখানে আমি একটা master.blade.php ফাইল নিয়েছি যেখানে হেডার ফুটার নিয়েছি। পরে আমার child.blade.php তে এটা শো করেছি।

এটাকে টেম্পলেট ইনহেরিটেন্স বলে। ভুল হলে শুধরিয়ে দিবেন প্লিজ

masterfile.png

child.png