Post No:32
আসসালামুয়ালাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা পিএইচপি if…else…elseif এর ব্যবহার সম্পর্কে জানবো।
আমার আগের ব্লগ গুলা পড়ার জন্যে লিংকে ক্লিক করুন:
hashnode.com/@Labib
PHP তে আমরা কোন variable ঘোষণা করলে তা $ চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। আমরা যদি if-else statement এর কাজ করতে যাই তাহলে আমাদের এই চিহ্ন নিয়ে কাজ করতে হবে। কোন উদাহরন দেওয়ার আগে আমরা একটু if-else বিষয় টা বুঝে নেই।
পিএইচপি ফাইল রান করার ক্ষেত্রে আমাদের অনেক condition থাকতে পারে if-else এর মাধ্যমে আমরা সেই condition গুলো প্রকাশ করতে পারি এবং প্রিন্ট করতে পারি।
< ?php
$t = date("H"); /*variable ঘোষণা করেছি */
if ($t < "20") /*এর মাধ্যমে আমরা শর্ত দিয়ে দিয়েছি*/
{
echo "Have a good day!"; /*এবং শর্ত যদি মিলে তাহলে তা প্রিন্ট করবে */
}
?>
যদি আমরা if এর সাথে else ব্যবহার করি তাহলে দেখুন
< ?php
$t = date("H"); /*variable ঘোষণা করেছি */
if ($t < "20") /*এর মাধ্যমে আমরা শর্ত দিয়ে দিয়েছি*/
{
echo "Have a good day!"; /*এবং শর্ত যদি মিলে তাহলে তা প্রিন্ট করবে */
}
else {
echo "Have a good night!";/*যদি শর্ত না মিলে তাহলে এটা প্রিন্ট হবে*/
}
অনেক সময় অনেকগুলো if-else ব্যবহার করতে হতে পারে।
$t = date("H"); /*এই কোড এর মাধ্যমে খুঁজে পাবে দিনের ঘণ্টা*/
if ($t < "10") /*প্রথম শর্ত দেওয়া হল*/ {
echo "Have a good morning!";/*শর্ত মিললে এটি প্রকাশ করবে।*/
} elseif ($t < "20")/*যদি না মিলে তাহলে দ্বিতীয় শর্ত প্রকাশ করা হোল*/ {
echo "Have a good day!"/*দ্বিতীয় শর্ত মিললে এটা প্রকাশ করবে। */;
} else {
echo "Have a good night!/*যদি কোনটাই না মিলে তাহলে এটি প্রিন্ট করবে।*/";
}
?>
নোটপ্যাড ওপেন করে এই example টুকু টাইপ করে ফাইল টি সেভ করুন if-else.php extension দিয়ে। আপনার ফাইল টি localhost > htdocs> test ফোল্ডার এর ভিতর রাখুন। ব্রাউজার ওপেন করে এড্রেস বারে লিখুন localhost/test/if-ese.php. Go বাটন এ ক্লিক করলে একটি ফলাফল আপনি খুজে পাবেন।