সাধারনত practice এর ক্ষেত্রে যেহেতু আমরা সবাই লোকালহোস্ট কেই বেছে নেই তাই লোকাল ভাবে লারাভেল এর ENVIRONMENT টা সবাই তৈরি করে রাখতে পারি যাতে করে আমাদের ক্লাস টা বুঝতে সহজ হয় এবং আমরা আরো বেশি জানার জন্য প্রশ্ন করতে পারি। আমি VS CODE USE করি সুতরাং আমি VS CODE এর CONFIG SHARE করার চেষ্টা করব। তবে আপনি PHP STORM ,SUBLIME ETC USE করতে পারেন।
প্রথমেই আপনি আপনার command prompt open করবেন এবং সেখানে দেখবেন আপনার composer & node install করা আছে কি না। check করার জন্য আপনি command promt a গিয়ে
- ==>node -v (এটা চেক করবে আপনার মেশিনে node install করা আছে কি না।)
- ==>composer -v (composer install আছে কি না এটা দিয়ে চেক করবে)
যদি না থাকে তাহলে ।
- এই লিংকে চলে যান নোডের জন্য -nodejs.org/en/download
- এই লিংকে চলে যান composer এর জন্য -getcomposer.org/download
অনেকের হয়তো php install করা নেই সেটি ও চেক করে নেবেন। ==>php -v যদি না থাকে তবে এই লিংকে চলে যান php.net/downloads.php
এরপর এখান থেকে download করে এর কনফিগারেশন করে নেবেন।ভিডিও দেখতে পারেন ইউটিউবে। মোটামোটি কনফিগারেশন শেষ।এবার আসি vs code e
vs code a একটা extention পাবেন।
Laravel Extension Pack এটা install করে নেবেন অনেক হেল্পফুল একটা extention. আজ থেকে আপনার আমার পরিচিত একটা কমান্ড মনে রাখবেন
php artisan
এটা আপনার প্রোজেক্ট ফাইল ওপেন করে কমান্ড প্রমপট এ search দিবেন তাহলে অনেক অনেক অপশন আসবে তবে ভয় পাবেন না এগুলো আস্তে আস্তে আপনার আয়ত্তে চলে আসবে ।প্রতিদিন এটা ৩ বার করে পড়ার চেষ্টা করবেন। আজকে আপাতত এটুকূ। দেখা হচ্ছে পরবর্তিতে। best of luck🥰 happy learning!✌️